• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৪ দলের সমাবেশে দু’পক্ষের চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯:১১, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
১৪ দলের সমাবেশে দু’পক্ষের চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারি

১৪ দলের সমাবেশে দু’পক্ষের চেয়ার ছোঁড়াছুঁড়ি

চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মে) বিকেলে নগরীর লালদিঘী পাড়ে এই ঘটনা ঘটে। 

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন আহত হন।

বিকেলে সমাবেশ চলাকালে কাউন্সিলর ওয়াসিম উদ্দীন ও যুবলীগ কর্মী আরশাদুল আলম বাচ্চুর অনুসারীদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সভা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। 

পরে ১৪ দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভা আবারও শুরু হয়। 

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে ১৪ দল।

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2