• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণঃ  মৃতের সংখ্যা বেড়ে তিন 

প্রকাশিত: ১৭:০৯, ১৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:০৫, ১৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণঃ  মৃতের সংখ্যা বেড়ে তিন 

রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় একটি মার্কেটের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন দগ্ধ আরও একজন। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন এতথ্য জানিয়েছেন।
 
মৃত ব্যক্তির নাম আবুল কালাম (৫০)। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। শ্যামপুরে জুরাইন এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন জানান, আবুল কালামের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিলো। তাঁর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রিপন মিয়া (৪৫) ও রবিবার বিকালে বিশ্বনাথ (৬০) নামে আরও একজন মারা যান।
 
তিনি আরও জানান, গত শনিবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ এলাকা থেকে ছয়জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে শামসুদ্দিন রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছে।

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: