• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাওতুল কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে চেক হস্তান্তর

প্রকাশিত: ২১:৪২, ১৯ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
সাওতুল কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে চেক হস্তান্তর

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- সাওতুল কোরআন- ২০২৩, সিজন-৮ এর বিজয়ীদের জন্য ঘোষিত নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর অদূরে কেরানীগঞ্জে গ্রিণভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্টে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। 

বিজয়ী ৪ প্রতিযোগীরা হলো গাজীপুরের হাবিবুল্লাহ বাশার, চ্যাম্পিয়ন, ১ম রানার্স-আপ সিলেটের রাইয়ান তানজিম, ২য় রানার্স-আপ ঢাকার আব্দুল্লাহ জুবায়ের, এবং , ৩য় রানার্স-আপ চট্রগ্রামের ইরফান হোসাইন। 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, ১ম রানার্স-আপ ২লাখ , ২য় রানার্স-আপ ১ লাখ এবং ৩য় রানার্স-আপ ৫০ হাজার টাকা নগদ  পুরস্কার পেয়েছে। প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হয়েছিল।

গ্রিণভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্টে চেয়ারম্যান সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে প্রজাপতি মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাওতুল কোরআন ২০২৩ এর প্রধান বিচারক শায়েখ হাফেজ, ক্বারী নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার নোমান আল বাশির, হাফেজ ক্বারী সাইফুল ইসলাম, বাংলাদেশ হেলথ সাইন্সেস ইউনিভার্সিটির উপদেষ্টা মো. আসাদুল্লাহ প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন: