• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি

প্রকাশিত: ১৩:৪৩, ২৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। 

বুধবার (২৩ আগস্ট) সকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সাথে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

এছাড়া, ট্রানজিট ভিসার মেয়াদ হবে ৪ দিন। সেই ভিসা পাওয়া যাবে সৌদির বিমানে টিকিট কেটে সৌদিতে নামলে। সেই ভিসাতে ওমরাহ করা যাবে বলে জানান সৌদি হজ মন্ত্রী।

তিনি বলেন, ওমরাহ করতে বাংলাদেশিরা যেন আরো বেশি যেতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজে যাওয়া আসা সহজীকরণ বিষয়ে সৌদি হজ মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আগামিতে হজে লোক সংখ্যা বাড়াবে ও খরচ কমবে বলেও জানান তিনি।  

বিভি/রিসি

মন্তব্য করুন: