• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাছসহ অ্যাকুরিয়াম রুমে থাকলে নামাজ হবে কি?

প্রকাশিত: ২২:১৮, ৩০ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
মাছসহ অ্যাকুরিয়াম রুমে থাকলে নামাজ হবে কি?

নামাজ পড়ার কিছু নিয়মাবলী রয়েছে। তেমনি নামাজের স্থান নিয়েও রয়েছে বিধিনিষেধ। পবিত্র জায়গায় নামাজ পড়তে হয়। এছাড়াও রয়েছে কিছু বাধ্যবাধকতা। 

অনেকে বাসায় শখের বসে অ্যাকুরিয়ামে মাছ পালন করে। মাছগুলো অ্যাকুরিয়ামের ভেতর জীবন্ত অবস্থায় থাকে এবং চলাচল করে। এখন যে রুমে অ্যাকুরিয়ামে মাছ আছে ওই রুমে নামাজ আদায় করা যাবে কি না- এ নিয়ে রয়েছে নানা জনের মনে প্রশ্ন। 

বিধিনিষেধগুলো মূলত ছবির সঙ্গে। যেসব ছবি ও চিত্র প্রাণহীন এসব ঘরে থাকলে তাতে নামাজ মাকরুহ হয়। অনেকের মতে নামাজই হয় না। এর সঙ্গে অ্যাকুরিয়ামের মাছের বিধান এক করা যাবে না। কেননা অ্যাকুরিয়ামের মাছ জীবিত। 

ঘরে অ্যাকুরিয়াম থাকলে সে ঘরে নামাজ পড়তে অসুবিধা নেই। কিন্তু নামাজের সময় যদি অ্যাকুরিয়ামের দিকে দৃষ্টি যায়, যার ফলে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হবার আশঙ্কা হয়; তবে সেখানে নামাজ পড়ার সময় কোনো কাপড় দিয়ে অ্যাকুরিয়াম ঢেকে রাখাটা সতর্কতা হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: