ওমরাহ পালনে শিশুদের নিরাপত্তায় সৌদির নতুন নির্দেশনা
ছবি: ফাইল ফটো
মক্কায় ওমরাহ পালনের সময় শিশুদের নিরাপত্তায় পিতামাতা এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই নির্দেশাবলী শেয়ার করা হয়েছে। এতে শিশুদের জন্য নিরাপদ ও আরামদায়ক ওমরাহ পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলি হলো-
১. সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমরাহ পালনের সময় শিশুদের কব্জিতে একটি শনাক্তকরণ ব্রেসলেট রাখা। এটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রয়োজনে সহজে শনাক্তকরণে সাহায্য করবে।
২. পিতামাতা এবং অভিভাবকদের ভিড়ের সময় এবং স্থানগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩. শিশুর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখা অর্থাৎ শিশুরা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে সেটা অভিভাবকদের নিশ্চিত করতে হবে।
৪. শিশুদের খাদ্যের দিকে নজর রাখা অর্থাৎ শিশুরা কি ধরনের খাবারে স্বাচ্ছন্দ্যবোধ করছে সেই দিকে সতর্ক থাকতে হবে অভিাবকদের।
এছাড়াও ওমরা পালনে আগতদের প্রতি বিশেষ কিছু নির্দেশনার কথা পূনর্ব্যক্ত করে মন্ত্রণালয়-
১) সুগন্ধী ব্যবহারের সঙ্গে সর্বোত্তম পোশাক পরিধান করা। ২) গ্র্যান্ড মসজিদে প্রবেশ করার পর নম্রতার সাথে দুআ করার পরামর্শ দেওয়া হয়েছে। ৩) সম্মান এবং ধর্মভীরুতার প্রতীক হিসেবে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা। ৪) কা’বা প্রাঙ্গনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ৫) পবিত্র মসজিদের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা । সূত্র: গালফ নিউজ
বিভি/এমআর
মন্তব্য করুন: