ভিসা ছাড়াই করা যাবে ওমরাহ
ছবি: ফাইল ফটো
এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। মঙ্গলবার (৩ অক্টোবর) তিনি জানান, সৌদি জাতীয় মালিকানাধীন বিমানে গেলে ওমরাহ যাত্রীদের অনঅ্যারাইভাল প্রবেশের সুযোগ দেয়া হবে।
আগামী বছর সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যকার সব সমস্যা দূর হয়ে যাবে বলে আশা করেন তিনি। তিনি বলেন, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফর হবে ঐতিহাসিক। দুদেশের সম্পর্ক দৃঢ় করতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সৌদি রাষ্ট্রদূত।
চলতি বছর ৫০টি স্কুলের ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেবে সৌদি আরব। এ নিয়ে দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কিং সালমান মানবিক সহযোগিতা কেন্দ্রের সুপারভাইজার জেনারেল ডক্টর আকিল আল গামদি বলেন, ঢাকার স্কুলগুলোতে এ সেবা দেয়া হবে। রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান বলেন, এখন থেকে ওমরাহ যাত্রীরা ভিসা ছাড়াই সৌদি বিমানে যেতে পারবেন দেশটিতে।
বিভি/এমআর
মন্তব্য করুন: