• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোরআন সুন্নাহর জ্ঞান যুদ্ধে এবারের লড়াই বাংলাদেশ বনাম ভারত

প্রকাশিত: ২১:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
কোরআন সুন্নাহর জ্ঞান যুদ্ধে এবারের লড়াই বাংলাদেশ বনাম ভারত

পবিত্র মাহে রমযানকে সামনে রেখে টিভি রিয়েলিটি শো ‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৪ এর টিভি রাউন্ডের জন্য চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের হল রুমে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। 

এতে বিচারকার্য পরিচালনায় ছিলেন, ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া কাউনসিল মাওলানা শামাউন রহমান, মাসিক মদীনার সম্পাদক আহমেদ বদরুদ্দীন খান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সহকারী পরিচালক, মাওলানা মোহাম্মদ নুএ উদ্দিন এবং গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফাহিমুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামিক আইকনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বকসী বলেন, ইসলামের বিশ্বায়নে প্রয়োজন বিশ্ব মানসম্পন্ন ইসলামিক স্কলার। সে প্রয়োজন পূরণে এই প্রতিযোগিতার মাধ্যমেই পাওয়া যাবে নতুন প্রজন্মের শ্রেষ্ঠ মেধাবীদের। যারা দেশ ও দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে দিবে ইসলামের শাশ্বত বিধান ও সৌন্দর্য্য। 

এবারের প্রতিযোগীতার বিষয় কুরআন, হাদিস, ফিকহ, বাংলাদেশ ও বিশ্ব জিজ্ঞাসা, ইসলামের ইতিহাস-ঐতিহ্য, ইসলামী বহুমুখি জ্ঞান, বিষয়ভিত্তিক বক্তব্যসহ অন্যান্য বিষয়সমূহ।

জ্ঞান যুদ্ধের এই প্রতিযোগিতায় টিভি রাউন্ডের জন্য অংশ নিবে বাংলাদেশ থেকে ১৬ জন এবং ভারত থেকেও ১৬ জন মেধাবী। জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের এই মহাযুদ্ধ শেষে নির্বাচিত হবেন সেরা ৩জন ইসলামিক আইকন। ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ, ভারত ভ্রমণ, নগদ অর্থসহ ২৫ লাখ টাকা। 

এছাড়াও সেরা ১০ জনের জন্য থাকবে ট্যাবসহ বিশেষ পুরস্কার। আয়োজকদের প্রত্যাশা, এবারের রমযানে টিভি পর্দায় ইসলাম প্রিয় মানুষের সেরা আয়োজন হবে ‘বেক্সিমকো ইসলামিক আইকন’। 

তারা বলেন, এটি নিছক একটি অনুষ্ঠান নয় বরং সুস্থ বিনোদনের পরিবেশে ইসলামকে জানার একটি সুন্দর আয়োজন।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2