• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশিদের হজে আগ্রহ কমছে, বেড়েছে ওমরায় (ভিডিও)

প্রকাশিত: ১০:০৮, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১২:২৮, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ

একে তো বেড়েছে হজের খরচ, তার ওপর ডলারের উচ্চ মূল্য। এক জনের হজের খরচ দিয়ে ওমরাহ করতে পারেন ছয় জন। এ পরিস্থিতে বাংলাদেশিদের আগ্রহ বেড়েছে ওমরাহর দিকে। এবারের রোজায় শুরু থেকে এ পর্যন্ত তিন লাখ বাংলাদেশিসহ বিশ্বের কোটি হাজির পদভারে মুখর মক্কা-মদিনা।

রোজার শুরু থেকে এ পর্যন্ত লাখ-লাখ বাংলাদেশিসহ বিশ্বের কোটি হাজির পদভারে মুখর মক্কা-মদিনা। 

আরও পড়ুন: ‘অনুমতি ছাড়া হজ করলেই জরিমানা ১৫ লাখ, সঙ্গে কঠিন শাস্তি’

করোনার পর ধারাবাহিকভাবে বেড়েছে হাজির সংখ্যা। বাংলাদেশিদের মধ্যে রোজায় ওমরাহ করার আগ্রহ বেশি। প্রতিদিনের ইফতারে এক সাথে জমায়েত হচ্ছে ৩ থাকে ৪ লাখ মুসল্লী। 

২০১৮-১৯ সালের সঙ্গে তুলনা করলে হজের খরচ বেড়েছে ৮০ ভাগ। এর সঙ্গে ডলারের দাম বাড়ায় খরচ আরো বেড়েছে। 

আরও পড়ুন: হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

করোনা কাটিয়ে গত বছর থেকে ২০ রাকাত তারাহবি পড়ানো হচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। তারাবির নামাজ নিয়ে নানা মতের জবাব দিয়েছেন মসজিদে নববীর খাদেম।

চলতি বছর হজ্বে বাংলাদেশের কোটা পূর্ণ না হলেও রোজার আগ থেকে এখন পর্যন্ত ওমরাহ করতে যাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: