• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোকে কঠোর শাস্তির হুঁশিয়ারি

প্রকাশিত: ১২:৩৮, ২০ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:৩৯, ২০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোকে কঠোর শাস্তির হুঁশিয়ারি

প্রতারণা করলে অভিযুক্ত হজ এজেন্সিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। অতীতের মতো যাত্রীদের সঙ্গে কোনো প্রকার বিরুপ আচরণ কিংবা প্রতারণা করলে লাইসেন্স বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর শাস্তি।

শনিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী হজ যাত্রী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব সতর্কবার্তা দেন ধর্মমন্ত্রী।

বলেন, এবছর বার বার সময় বাড়ানো হলেও পূরণ হয়নি হজের কোটা। যদিও ডলারের দাম বৃদ্ধির পরেও সরকার হজের খরচ কমিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বছর এক লাখ ২৭ হাজার একশ ৯৮ জনের কোটা থাকা স্বত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৮৫ হাজার দুইশ ৫৭ জন। আগামী জুন মাসে পবিত্র হজব্রত পালিত হবে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: