• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪০ দিন জামাতে নামাজ পড়ে আহমাদুল্লাহর কাছ থেকে উপহার পেল ৩৮ কিশোর

প্রকাশিত: ২০:৫৭, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
৪০ দিন জামাতে নামাজ পড়ে আহমাদুল্লাহর কাছ থেকে উপহার পেল ৩৮ কিশোর

টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে ফজরের নামাজ আদায়ের দৃষ্টান্ত স্থাপন করায় ৩৮ কিশোরকে সাইকেল উপহার প্রদান করেছে মসজিদ কমিটি। ওই দলে কেউ টানা ৬০ দিন কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধাবারাহিকতা ধরে রাখতে পেরেছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে উপস্থিত হয়েছিলেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়েখ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ মে) নিজের অফিসিয়াল পেইজে এই তথ্য জানান শায়েখ আহমাদুল্লাহ নিজেই।

তিনি লেখেন, নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের চারটি মসজিদের কিশোরদের মধ্যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকেরা। ৩৮ কিশোর টানা ৪০ দিন (কয়েকজন ৬০ দিন) তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাকিদের কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধাবারাহিকতা ধরে রাখতে পেরেছে। 
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া এবং তাদের উদ্দেশে নাসীহা পেশ করার সুযোগ হয়েছে আলহামদু লিল্লাহ। 

টানা চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়কারী মুনাফেকী ও জাহান্নাম থেকে মুক্তি পাবে, এ মর্মে বিশেষ ফজীলত বর্ণিত হয়েছে হাদীসে। পাশাপাশি এই সাধনা আমাদের সকল কাজের সিরিয়াসনেস, সময় ও নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। 

ওই শিশু-কিশোরদের জন্য দোয়ার কথা উল্লেখ করে তিনিলেখেন, দোয়া রইলো বিজয়ী কিশোরদের জন্য। নোয়াখালীর শিশু-কিশোর ও যুবক ভাইয়েরা আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2