• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২২, ২৬ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
জয়পুরহাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের কেন্দ্রীয় শিব মন্দির চত্তরে প্রদীপ জালিয়ে দিবসের সূচনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার।

সেখানে আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন, জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোঃ জোবায়ের শফিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ।

বিভি/এজেড

মন্তব্য করুন: