• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মিথ্যা বলে চাকরি নিয়েছেন, বেতন কি হালাল হবে? কী বলে ইসলাম?

প্রকাশিত: ১৫:৪৮, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
মিথ্যা বলে চাকরি নিয়েছেন, বেতন কি হালাল হবে? কী বলে ইসলাম?

প্রতীকী ছবি

অনেকে নতুন চাকরিতে ভালো সুযোগ-সুবিধার জন্য আগের চাকরির অভিজ্ঞতা ও বেতন নিয়ে মিথ্যা বলেন অনেকে। সুবিধা মতো বাড়িয়ে বলে পূর্বের বেতন ও অভিজ্ঞতা। এভাবে যদি সে নতুন চাকরিতে সুযোগ পায়, তাহলে তার বেতন কি হালাল হবে?

মিথ্যা বলে যেকোনো ধরনের সুবিধা নেয়া ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। মিথ্যা বলা ইসলামে নিষিদ্ধ। এটি হলো মুনাফিকের আলামত। আর মিথ্যা বলে চাকরি নেয়া এক ধরনের প্রতারণা।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম: ১৪৬)

তবে যদি সেই ব্যক্তি সেই চাকরির যোগ্য হয় এবং তার কাজ বৈধ হয়, তাহলে তার বেতনও হালাল হবে। কিন্তু মিথ্যা বলে চাকরি নেয়ার কারণে তার কবিরা গুনাহ হবে। তাই আল্লাহর কাছে কায়মানোবাক্যে তওবা করতে হবে।

ধোঁকা ও প্রতারণা প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিনের জন্য উচিত নয় নিজেকে অপমানিত করা। সাহাবারা বললেন, কীভাবে ব্যক্তি নিজেকে অপমানিত করে? তিনি বললেন, অনুচিত বিপদে নিজেকে জড়িয়ে ফেলার মাধ্যমে। (তিরমিজি ও ইবনে মাজাহ)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মতের ওপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভুক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজি করে সেও আমার উম্মতভুক্ত নয়। (মুসলিম)

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2