• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দেখে নিন কবে শুরু হতে পারে ২০২৫ সালের রমজান  

প্রকাশিত: ০৮:৪১, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:৪২, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দেখে নিন কবে শুরু হতে পারে ২০২৫ সালের রমজান  

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম। সে হিসেবে ১লা মার্চ প্রথম রোজা। পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশিল। যদি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে ১লা মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে।

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয়। কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর এ কারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয়। রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওইদিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। এরপর সূর্যোদয়ের আগে সেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন।

পৃথিবীর অনেক দেশে এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কিছু দেশে গণনার ওপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয়। সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না।

বিভি/এসজি

মন্তব্য করুন: