• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো শিশু নাফিউল

প্রকাশিত: ১৯:০৪, ২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো শিশু নাফিউল

আট বছর ৯ মাসের ছোট্ট শিশু মো. নাফিউল ইসলাম নিয়াজ। মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে নজির সৃষ্টি করেছে।

গত মাসের অক্টোবরে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার পিরোজপুর শাখা থেকে ৮ মাস চার দিনে পবিত্র কোরআন মুখস্ত শেষ করেন মো. নাফিউল ইসলাম নিয়াজ।

২০১৬ সালের ১৮ জানুয়ারি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্ম করেন মো. নাফিউল ইসলাম নিয়াজ। তার বাবা মো. মশিউল আলম সোহেল পেশায় একজন শিক্ষক।

হাফেজ মো. নাফিউল ইসলাম নিয়াজের বাবা মো. মশিউল আলম সোহেল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে একজন হক্কানী আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।

মাদরাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ বলেন, 'আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই কেন্দ্রিক মেধাবী ছেলেগুলো অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। নাফিউলও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। সে একজন বড় আলেম হতে পারে।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2