• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুরাগপারে বিশ্ব ইজতেমার দিন নির্ধারণ করলো সরকার

প্রকাশিত: ১৩:১৭, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৯, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
তুরাগপারে বিশ্ব ইজতেমার দিন নির্ধারণ করলো সরকার

তুরাগ নদীর পারে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা (ফাইল ছবি)

রাজধানীর পার্শ্ববর্তী তুরাগ নদীর পারে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের দিন ঠিক করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: