• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ঈমান মজবুত রাখতে যে দোয়া পড়বেন

প্রকাশিত: ০০:৫১, ২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ঈমান মজবুত রাখতে যে দোয়া পড়বেন

ঈমান মজবুত রাখতে নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাহায্যও প্রার্থনা করতে হবে। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের প্রথম ধাপই হলো ঈমান। আল্লাহর অস্তিত্বের ওপর বিশ্বাস, তাকে একমাত্র সৃষ্টিকর্তা, অধিপতি ও ইলাহ হিসেবে অন্তরে বিশ্বাস করা এবং মুখেও স্বীকার করাই হলো প্রথম শর্ত। ঈমান ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করা সম্ভব নয়। 

কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। (সুরা মারিয়াম: ৯৬) আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে সৎ কাজ করবে মু’মিন হয়ে, তার অবিচার বা ক্ষতির কোনো আশংকা নেই। (সুরা ত্বহা: ১১২) আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। (সুরা ত্বহা: ৭৫)

ঈমান না থাকায় মুনাফিকদের আমল ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, এরা ঈমান আনেনি। ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। (সুরা আহজাব: ১৯)

তাই ঈমানকে আল্লাহর অমূল্য নেয়ামত মনে করে নিজের ঈমানের হেফাজতের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা কর্তব্য। শয়তান যেন কোনোভাবে ধোঁকায় ফেলে আমাদের ঈমান নষ্ট করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাহায্য ও তওফিকও প্রার্থনা করতে হবে। শুধু নিজের চেষ্টায় ঈমান রক্ষা করার সাধ্য আমাদের নেই।

কোরআনে আল্লাহ তাআলা ঈমান লাভ করার পর পথভ্রষ্টতা ও ভ্রান্তি থেকে বাঁচতে এভাবে দোয়া করতে শিখিয়েছেন,

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَ هَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ

উচ্চারণ: রাব্বানা লা তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিনলাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল-ওয়াহহাব

অর্থ: হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান: ৮)

অন্তরে ঈমান দৃঢ় করতে নিয়মিত এই দোয়াটি আমরা পড়তে পারি। এ ছাড়া নবিজি (সা.) এ দোয়াটিও আমরা পড়তে পারি,

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা

অর্থ: হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনি আপনার দীনে সুদৃঢ় রাখুন।

শাহর ইবন হাওশাব (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি উম্মে সালামাকে (রা.) বললাম, হে উম্মুল মুমিনীন! আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কী দোয়া করতেন? তিনি বললেন, তিনি বেশিরভাগ সময় দোয়া করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা’।

উম্মে সালাম (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি অধিকাংশ সময় এই দোয়া কেন করেন? তিনি বললেন, এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লহ তাআলার অঙ্গুলীসমূহের দুই অঙ্গুলের মাঝে নেই। যাকে তিনি ইচ্ছা তাকে তিনি দিনের ওপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন। (সুনানে তিরমিজি: ৩৫২২)

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2