• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইসলামভক্তির কারণে এ যুগের আবু তালেব হতে পারেন পিনাকী: ইয়াহইয়া তাকী

প্রকাশিত: ১৩:৪৯, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৯, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ইসলামভক্তির কারণে এ যুগের আবু তালেব হতে পারেন পিনাকী: ইয়াহইয়া তাকী

পিনাকি ভট্টাচার্য ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও অবদানের কারণে এই যুগের আবু তালেব হতে পারেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ইয়াহইয়া তাকী।

সম্প্রতি এক ইসলামিক আলোচনায় এ বক্তব্য রাখেন তিনি।  

তিনি উল্লেখ করেন, আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও ইসলামের প্রতি তার অবদান ছিল অপরিসীম।

তিনি আরও বলেন, 'মুশরিক থাকা সত্ত্বেও আবু তালেব ইসলামের জন্য অনেক কিছু করেছেন। পিনাকী ভট্টাচার্যও বাংলাদেশের মানুষের জন্য সত্যি তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।'

ইয়াহইয়া তাকী আরও স্মরণ করেন, ৮ বছর আগে পিনাকী ভট্টাচার্যের বই 'মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম' পড়েছিলেন, যেখানে স্বাধীনতার যুদ্ধে মুসলিম মুজাহিদদের ভূমিকা এবং ইসলামের অবদান সম্পর্কে বিশদ তথ্য ছিল।

তিনি আবু তালেবের একটি ঘটনা তুলে ধরেন, যেখানে রাসূলুল্লাহ (সা.) গভীর রাতে আবু তালেবের কাছ থেকে নিরাপত্তা পেতে যান। তখন রাসূলুল্লাহর (সা.) জীবন রক্ষায় নিজের বিছানা ছেড়ে দেন আবু তালেব, যা ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও ত্যাগের প্রমাণ।

ইসলামের জন্য আবু তালেবের অবদান অনস্বীকার্য। তার মতো পিনাকি ভট্টাচার্যও ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এমনটাই বিশ্বাস করেন তিনি।

বক্তব্যের সেই ভিডিও দেখতে ক্লিক করুন 

বিভি/টিটি

মন্তব্য করুন: