বাংলাদেশে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ

পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ বুখারী (ফাইল ছবি)
আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বাদ জুমুআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্তরে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্ৰধান মেহমান হিসেবে থাকছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ বুখারী। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ড ও হারামাইন শারীফাইন পরিচালনা বোর্ডের সদস্য।
উক্ত মহাসম্মেলনে তিলাওয়াত করবেন শায়েখ ক্বারী মুহাম্মাদ নাসির আত-ত্বারুতী, মিশর; শায়েখ ক্বারী জাসেম মুসাওয়ী, ইরান; ক্বারী মুহাম্মাদ বিন হাসান বুখারী, সৌদি আরব ও ক্বারী সাঈদুল ইসলাম আসাদ, বাংলাদেশ। এছাড়া আরও থাকবে বাংলাদেশের প্রখ্যাত ক্বারীগণ।
মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামা মাশায়েখরা হলেন- ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মাওলানা আব্দুল হামীদ, পীর সাহেব মধুপুর ও মুহতামিম, জামি'আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর, মুন্সিগঞ্জ; মাওলানা মুহিব্বুল্লাহ, শাইখুল হাদিস, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ; মাওলানা আরিফ উদ্দিন মারুফ, রঈস, জামিআ ইকরা বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; শায়েখ আবু নোমান আল মাদানী, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকা; মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ, চরমোনাই কামিল মাদরাসা, বরিশাল; মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী
মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর; ও মাওলানা মুজিবুর রহমান হামিদী, নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন।
মহাসম্মেলনে তরজমায় থাকবেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।
উল্লেখ্য যে, উক্ত মহাসম্মেলনে সকলেই সাদরে আমন্ত্রিণ এবং মহিলাদের জন্য থাকবে সম্পূর্ণ পৃথক ব্যবস্থা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: