• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

এবার উত্তরবঙ্গে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী, মাহফিলে আসার আহ্বান

প্রকাশিত: ১৯:৩২, ১৭ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
এবার উত্তরবঙ্গে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী, মাহফিলে আসার আহ্বান

ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে মুখিয়ে থাকে মানুষ। এবার নতুন মাহফিলের স্থান লালমনিরহাট জানিয়ে রংপুর বিভাগের ইসলামপ্রিয় বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন নিজেই।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

আজহারী লিখেছেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এদিকে মাহফিলটির আয়োজক ইসলামিক সোসাইটি লালমনিরহাট জানিয়েছে, মাহফিল সফল করতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ৫ স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ৫ হাজার স্বেচ্ছাসেবক। শনিবার বেলা ২টার মধ্যে মঞ্চে উঠবেন প্রধান বক্তা মিজানুর রহমান আজহারী।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2