• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘রাষ্ট্রীয় খরচে ধর্ম মন্ত্রণালয় ব্যতীত অন্য কাউকে হজে নেওয়া হবেনা’

প্রকাশিত: ১৬:১১, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১১, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘রাষ্ট্রীয় খরচে ধর্ম মন্ত্রণালয় ব্যতীত অন্য কাউকে হজে নেওয়া হবেনা’

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অতীতের মতো রাষ্ট্রীয় খরচে ধর্ম মন্ত্রণালয় ব্যতীত এবার আর অন্য কাউকে অতিথি হিসেবে হজে নেওয়া হবেনা। ধর্ম মন্ত্রণালয় থেকেও যারা হজে যাবেন তাদেরও যাচাই-বাছাই করে নেওয়া হবে। আগে গিয়েছেন এমন কাউকে নেওয়া হবেনা। 

শনিবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রামের বিবাহ রেজিস্ট্রারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ থাকলেও এবার কোনো বিশৃঙ্খলা হবেনা। 

মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে হুঁশিয়ার করেন। 

বাল্য বিবাহ নিরোধ কল্পে কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি ৩ ভাগে ভাগ করার সুপারিশের বিষয়ে নিজেদের প্রস্তাব জানাতে এ সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম। এ সভায় চট্টগ্রামের সব বিবাহ রেজিস্ট্রারকারী ও কাজী অংশ নেয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: