• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আল্লাহর বন্ধু কারা?

প্রকাশিত: ১৫:০৭, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০৯, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আল্লাহর বন্ধু কারা?

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআনে কিছু মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে। এ মর্যাদা তাঁরা বিশেষ কিছু গুণাবলি দ্বারা অর্জন করতে পারেন। যাদেরকে আল্লাহর বন্ধু বলে উল্লেখ করা হয়েছে, তাদের সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে— 

সাবধান! আল্লাহর বন্ধুদের না কোনো আশঙ্কা আছে আর না তারা বিষণ্ন হবে। তারা হচ্ছে সেই লোক, যারা ঈমান এনেছে ও আল্লাহকে ভয় (তাকওয়া অবলম্বন) করেছে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবন ও পরকালীন জীবনে। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না; এটা হচ্ছে বিরাট সফলতা। (সুরা ইউনুস, আয়াত : ৬২-৬৪)

পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ তায়ালা তাঁর বন্ধুদের পরিচয় তুলে ধরে তাঁর সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বর্ণিত হয়েছে—

তোমাদের বন্ধু তো আল্লাহ ও তাঁর রাসুল আর মুমিনরা, যারা নামাজ আদায় করে, জাকাত প্রদান করে আর তারা বিনয়ী। আর যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সঙ্গে, তার রাসুলের সঙ্গে আর মুমিনদের সঙ্গে, তবে (তারা আল্লাহর দলভুক্ত হলো আর) নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী। (সুরা মায়িদা, আয়াত : ৫৫-৫৬)

সাহাবি ফাইরোয আদ-দাইলামী (রা.) বলেন— তার সম্প্রদায় ইসলাম গ্রহণ করার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রতিনিধি পাঠালেন। তারা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো ঈমান এনেছি, এখন আমার বন্ধু-অভিভাবক কে? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূল। তারা বলল, আমাদের জন্য এটাই যথেষ্ট এবং আমরা সন্তুষ্ট। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩২) 

বিভি/আইজে

মন্তব্য করুন: