শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীতে র্যালি আয়োজনের সিদ্ধান্ত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বিকাল তিনটায় রাজধানীর আজিমপুর-পলাশী থেকে র্যালি বের করবে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া নৌ, বিমানবাহিনী প্রধান ও নবম পদাতিক ডিভিশনের জিওসিও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। মিছিলটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।
এর আগে, সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় রয়েছে গীতা পাঠ ও মন্দিরে মন্দিরে শ্রীককৃষ্ণের পূজা আয়োজন।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছিলো সরকার তা বাস্তবায়ন ও ধারণে ব্যর্থ হয়েছে। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে সংখ্যালঘুরা বিপর্যস্ত ও শঙ্কিত বলেও অভিযোগ পূজা উদযাপন পরিষদের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: