• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’

প্রকাশিত: ২৩:০৯, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব এর উদ্যোগে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হাব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী হজযাত্রীরা মেলায় এসে সরাসরি হজ এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের প্যাকেজ যাচাই-বাছাই করার সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে প্রতারণার ঝুঁকি কমবে।

এছাড়া, মেলাতে প্যাকেজের ওপর ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়ার কথা জানিয়েছে হাব। তাদের দাবি, বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী গ্রামাঞ্চলের হলেও হজ ও ওমরাহ সংক্রান্ত কার্যক্রম এখনো রাজধানীকেন্দ্রিক। এই মেলার মাধ্যমে রাজধানীর বাইরের হজযাত্রীরাও এজেন্সিগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: