• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় বিদেশি ৪ প্রতিষ্ঠানসহ অংশ নেবে শতাধিক প্রকাশনী

প্রকাশিত: ১৮:১৪, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আন্তর্জাতিক ইসলামি বইমেলায় বিদেশি ৪ প্রতিষ্ঠানসহ অংশ নেবে শতাধিক প্রকাশনী

ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল আওয়াল মাসে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। এবারের আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাকিস্তান, মিশর ও লেবানন থেকে আসা চারটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব প্রকাশিত ইসলামি গ্রন্থ নিয়ে উপস্থিত হবেন মেলায়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ডিজির সভাকক্ষে স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

 এবারই প্রথম বায়তুল মোকাররমের পূর্ব গেইট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত মেলার স্টল বিস্তৃত করা হচ্ছে। এতে পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে ভিন্নধর্মী আয়োজন। থাকবে শিশুচত্বর, মিডিয়া কর্ণার, মহিলাদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্ণার, লেখক কর্ণার, চা,কফি,ফুড কর্ণার ও ইনফরমেশন সেন্টার। এছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক, প্রকাশক, পাঠক ও অতিথিদের নিয়ে আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
 

মেলার আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। এরপর থেকে বইমেলা চলবে মাসব্যাপী।
 
নব্বইয়ের দশকের শেষভাগে বাংলাদেশে ইসলামি বইমেলার যাত্রা শুরু হয়। প্রথমদিকে সীমিত আকারে অনুষ্ঠিত হলেও ধীরে ধীরে এর ব্যাপ্তি বৃদ্ধি পায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কেন্দ্র করে এখন এটি দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় পরিণত হয়েছে।
 
দেশীয় প্রকাশনার পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশকদের অংশগ্রহণে এর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও সাহিত্যের বিকাশ আর তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে এই মেলা বিশেষ ভূমিকা পালন করে আসছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2