মসজিদুল হারাম এলাকায় কবুতরকে খাবার দিলেই জরিমানা
মক্কা ও মদিনায় কবুতরকে খাবার দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে হোলি ক্যাপিটাল অথরিটি। নিয়ম ভাঙলে আরোপ করা হবে এক হাজার সৌদি রিয়াল জরিমানা।
পবিত্র দুই শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগ ছড়ানো রোধ ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিয়মটি বাস্তবায়নে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় নাগরিক ও যাত্রীদেরও উৎসাহিত করা হচ্ছে এ ধরনের কোনো ঘটনার ছবি তুলে পুলিশকে জানানোর জন্য।
বাংলাদেশিরা মনে করেন, পবিত্র মক্কা ও মদিনার পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষার স্বার্থেই এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে আরেকটি বিষয়ও গুরুত্ব পাচ্ছে। বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশির আচরণ নিয়ে প্রশ্ন ওঠে নিয়ম-কানুন মানার ক্ষেত্রে উদাসীনতার কারণে। ট্রাফিক আইন না মানা, অপ্রয়োজনে ভিড় সৃষ্টি করা কিংবা নিষেধাজ্ঞিত স্থানে ব্যাঘাত ঘটানো এসব আচরণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রক্রিয়ায় অনীহা বা কঠোরতা বাড়ার অন্যতম কারণও এই ‘নিয়ম না মানার’ মানসিকতার সঙ্গে সম্পর্কিত। কিছু মানুষের অশৃঙ্খল আচরণ পুরো জাতির ওপর দায় হিসেবে এসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
তাই বিশেষ করে হজ ও উমরাহ পালন করতে পবিত্র ভূমিতে গেলে নিয়ম-কানুন মানা শৃঙ্খলার সাথে সাথে সম্মানের বহিঃপ্রকাশ। ইবাদতের এই যাত্রায় ভদ্রতা, সচেতনতা ও নিয়ম মানার মাধ্যমেই ফুটে ওঠে একজন মুমিনের সুন্দর চরিত্র।
বিভি/টিটি




মন্তব্য করুন: