• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজ মহাঅষ্টমী, হচ্ছে না কুমারীপূজা

প্রকাশিত: ১০:০৪, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১০:০৫, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আজ মহাঅষ্টমী, হচ্ছে না কুমারীপূজা

ফাইল ছবি

আজ বুধবার শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী। করোনা পরিস্থিতির কারণে রাজধানীতে এবারও অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারীপূজা হচ্ছে না বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

দুর্গোৎসবের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার মহাসপ্তমীতে দেবী দুর্গার পায়ে প্রথম পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। সপ্তমীর সকালে গতকাল পূজার শুরুতে দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর নবপত্রিকা স্থাপন করা হয়। চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এর আগে গত সোমবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2