• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আজ মহানবমী

প্রকাশিত: ০৯:৫৪, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আজ মহানবমী

ফাইল ছবি

আজ বিহিত পূজার মাধ্যমে শুরু হবে মহানবমী পূজা। এই দিনে আনন্দের মধ্যে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। কারণ সনাতন ধর্ম মতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন।

শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

দেশজুড়ে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৩৮টি। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও প্রত্যেকটি পূজামণ্ডপে মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।  

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: