• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিলো সৌদি

প্রকাশিত: ১৫:০৫, ২০ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিলো সৌদি

মুসলমানদের অন্যতম ধর্মীয় উপাসনা পবিত্র ওমরাহ হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরব। শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৯ নভেম্বর) আরবভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলে জানায় দেশটি। ওমরাহ হজ পালনের ক্ষেত্রে সৌদি আরবের নাগরিকদেরও এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

ওমরাহ হজ পালনে সৌদি সরকার কর্তৃক স্বীকৃত করোনার দুই ডোজ টিকা নিলে তবেই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকার সনদপত্রও দেখাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। 

টিকা সংক্রান্ত সকল তথ্য জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

বিদেশিদের সহায়তায় সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে সৌদি সরকার।

এর আগে চলতি মাসে প্রায় দুই বছর পর ওমরাহ হজ পালনে বিদেশি নাগরিকদের অনুমতি দেয় দেশটি। 

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2