• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চলতি বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

প্রকাশিত: ১০:০৩, ৯ এপ্রিল ২০২২

আপডেট: ১০:৫৮, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চলতি বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

চলতি বছর সৌদি আরব ও এর বাইরের ১০ লাখ মানুষ হজ করতে পারবেন।  শনিবার (৯ এপ্রিল) টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণের প্রকোপ বেশি থাকায় শুধুমাত্র সৌদিতে থাকা মাত্র ৫৮ হাজার ৭৪৫ জনকে (সৌদিতে বসবাসরত) হজ পালনের অনুমতি দেয় দেশটির হজ মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএপি জানায়, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিরা হজ করার সুযোগ পাবেন। হজ করতে আসা বিদেশিদের পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা থাকতে হবে। 

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এবার চলতি বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০২০ সালে সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের সুযোগ পেতেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন: