• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জানা গেল পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ

প্রকাশিত: ১৯:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
জানা গেল পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা করেছে ইসলামি ফাউন্ডেশন। দেশের কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৯ অক্টোবর উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। 

প্রেক্ষিতে আগামী ৯ অক্টোবর (রবিবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৪ হিজরি, ১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 

এমতাবস্থায়, আগামীকাল ১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ২৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ রবিবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। 

বিভি/এইচকে/এজেড

মন্তব্য করুন: