• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত ৬ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ১০:৫১, ২২ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত ৬ মুসল্লির মৃত্যু

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আবু তাহের (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

আবু তাহের কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আবু তাহেরের রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। অন্য পাঁচ মুসল্লি হলেন- আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫), অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪), বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫)।

এর আগে, ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2