• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তুরস্কের একটি শিশু নিয়ে আজহারীর আবেগঘন পোস্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্কের একটি শিশু নিয়ে আজহারীর আবেগঘন পোস্ট

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে কোরআন শরীফে সূরা হুদের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। যেখানে আজহারী তুরস্কের সম্প্রতি ভূমিকম্পে ধ্বংসস্তুপে আটকের পড়ার চার দিনের বেশি সময় পর উদ্ধার একটি শিশু কিভাবে দীর্ঘ সময় না খেয়ে বেঁচে ছিলো তার বক্তব্য উপস্থাপন করেন। যার শরীরের অর্ধেকটা ধ্বংসস্তুপের মধ্যে আটকে ছিলো।   

মাওলানা আজহারীর টুইটার পোস্ট থেকে নেওয়াআজহারীর পোস্টে লেখা হয়েছে, “তুর্কীর একটি চ্যানেল পাঁচ বছরের এক বাচ্চার সাথে কথা বলে- যাকে ১১২ ঘণ্টা পর ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি এত দীর্ঘ সময় অনাহারে থাকনি? সে উত্তরে বলে ”একজন সাদ পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত”। 

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তা'আলা বলেনঃ আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। (সূরা হুদ: ৬)

বিভি/এইচএস

মন্তব্য করুন: