স্বামী-স্ত্রীর দাম্পত্য নিয়ে রাসুল (সা.) কি কি বলে গেছেন?
নারী-পুরুষের সামাজিক ও ধর্মীয় মিলনের রীতি হলো বিবাহ। এই বিবাহের মধ্যে দিয়ে নারী-পুরুষের দাম্পত্য জীবন তৈরি হয়। বর্তমান সমাজে দাম্পত্য কলহ হরহামেশা দেখা যায়। এমনকি স্বামীর আহ্বান উপেক্ষা করার প্রবণতা নিয়ে এক ধরনের এজেন্ডা শুরু হয়েছে। এসব নিয়ে ইসলাম কী বলে তা কী ভেবেছেন?
আসুন জেনে নিই স্বামী-স্ত্রীর দাম্পত্য নিয়ে ইসলাম ধর্ম কি বলে ?
মহানবী (ﷺ) বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে। এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও। সূত্র- সুনানে তিরমিযি-১১৬০
মহানবী (ﷺ) বলেছেন, যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে। সূত্র- (বোখারি-৫১৯৩, মুসলিম-১৪৩৬ ও আবু দাউদ- ২১৪১)
আরেক হাদীসে মহানবী (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায়। সূত্র-সুনানে তিরমিযি ৩৬০
আবার মহানবী (ﷺ) বলেছেন, স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। সূত্র: (বোখারি-৫১৯৫, মুসলিম-২৪১৭)
আরেক হাদীসে রাসুল (ﷺ) ইরশাদ করেছেন, পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। সূত্র- নাসাঈ কুবরা-৯১৩৫ ও বাইহাক্বী- ১৪৪৯৭
মহানবী (ﷺ) বলেছেন, কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো। ছহীহুল জামে ৫২৫৯
মহানবী (ﷺ) বলেছেন, স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। সূত্র- মুসনাদে আহমদ ১৯০০৩
আল্লাহপাক আমাদের সবার দাম্পত্য জীবন সুখে ভরিয়ে দিক। স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর পরিপূর্ণ হক আদায়ের তাওফিক দান করুক। সর্বোপরি আমাদের সকল নেক আমল কবুল করুন। আমিন....
বিভি/এজেড




মন্তব্য করুন: