• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্বজয়ী হাফেজ তাকরীমের প্রশংসায় যা বললেন আজহারী

প্রকাশিত: ১৭:২৬, ৬ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বজয়ী হাফেজ তাকরীমের প্রশংসায় যা বললেন আজহারী

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশর সালেহ আহমেদ তাকরীম। স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এই অর্জনের তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আবেগাপ্লুত হয়েছেন তাকরীমকে নিয়ে। বুধবার (৫ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে আজহারী লেখেন, ‘বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল সবুজের বিশ্ববিজয়!

পরে তিনি আরও লেখেন, ‘দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমাদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

 

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি উমর ও তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2