• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দুবাই কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন এক বাংলাদেশি 

প্রকাশিত: ২২:০২, ১৬ এপ্রিল ২০২৩

আপডেট: ২২:১০, ১৬ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
দুবাই কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন এক বাংলাদেশি 

শায়খ শায়খ শোয়াইব মুহাম্মদ

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশর সালেহ আহমেদ তাকরিম। এসব কথা সবারই জানা। তবে আরেকজন বাংলাদেশি ছিলেন দুবাইয়ের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকা ওই বাংলাদেশি হলেন শোয়াইব মুহাম্মদ মুজিবুল হক। মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কার তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম। 

 বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ শায়খ শোয়াইব মুহাম্মদ (সর্ব ডানে)। ছবি : টুইটারজানা যায়, শায়খ শোয়াইব মুহাম্মদ মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল কোরআন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ বছর তিনি পবিত্র কোরআনের ১০ কেরাত বিষয়ক উচ্চতর ডিগ্রি ‘ইলমুল কিরাআত ওয়াত তাজবিদ’ অর্জন করেন। গত বছর তিনি মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শায়খ শোয়াইব মোহাম্মদ রাজধানীর শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে। তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনে বিশ্বের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মিসরের আল-আজহারে পাড়ি জমান। 

গত ২৪ মার্চ থেকে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার শুরু হয়। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: