• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৭৯ জন হজযাত্রী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৪, ২৩ মে ২০২৩

ফন্ট সাইজ
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৭৯ জন হজযাত্রী 

সোমবার রাত পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৮৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৬৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২ হাজার ২২৩ জন। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।

সোমবার (২২ মে) দিনগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।  

চলতি বছরের (২১ মে) হজ ফ্লাইট প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এছাড়া এদিন বিভিন্ন সময়ে আরও চারটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্য হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ে। 

এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

এর আগে, শুক্রবার (২০ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারপ্রধান প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট কোনো দুর্যোগই যাতে দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে দোয়া করতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বছর বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য একজন হাজিকে ন্যূনতম ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ব্যয় করতে হবে। যা ২০২০ সালের তুলনায় ১ লাখ ৬৮ হাজার ১৫০ টাকা বেশি।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

বিভি/রিসি

মন্তব্য করুন: