• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শুধু নারীর নয়, পুরুষের জন্যও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ১৮:১৯, ২৮ মে ২০২৩

আপডেট: ১৮:৩৮, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ
শুধু নারীর নয়, পুরুষের জন্যও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ

লজ্জাশীলতা শুধু নারীর জন্যই নয়, বরং পুরুষেরও

আমাদের সমাজে প্রচলিত আছে লজ্জা নারীর ভূষণ। তার মানে লজ্জা শুধু নারীর থাকা দরকার। পুরুষের না। কিন্তু ইসলাম মোটেও এটা সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে- লজ্জাশীলতা শুধু নারীর জন্যই নয়, বরং পুরুষের জন্যও এই গুণটি অপরিহার্য।

মুসা (আ.) যে মেয়েটিকে বিয়ে করেন, তার ব্যাপারে আল্লাহ তা‘আলা কুরআনে বলেন—

تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ

‘‘সে (মেয়েটি) লাজুকতার সাথে হাঁটছিলো।’’ [সুরা ক্বাসাস, আয়াত: ২৫] অর্থাৎ, সেই মেয়ে খুবই লজ্জাবতী ছিলেন।

মজার ব্যাপার হলো, মুসা (আ.) নিজেও খুব লাজুক ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—

إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا

‘‘মুসা ছিলেন অত্যন্ত লজ্জাশীল, যিনি সব সময় (শরীর) ঢেকে রাখতেন।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ৩৪০৪]
.
কুরআনে যেভাবে মেয়েটির লজ্জার বিষয়টিকে ফোকাস করা হয়েছে, সেভাবে হাদিসেও মুসা (আ.)-এর লাজুকতার বিষয়টিকে পজিটিভলি বলা হয়েছে। এ থেকে বুঝা যায়, লজ্জা পুরুষ ও নারী সবার জন্যই জরুরি। অশ্লীলতা সবার জন্যই খারাপ।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘ঈমানের ৬০টিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। আর লজ্জা ঈমানের একটি শাখা।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ৯]

সুতরাং নবীদের মধ্যেও ছিল চরম লজ্জাশীলতা। আর আমরা সমাজ থেকে পুরুষের লজ্জা তুলে দেওয়ার অপচেষ্টা করছি। আল্লাহ আমাদের এসম বিভ্রান্তিকর হুকুম আহকাম সম্পর্কে আরও জ্ঞান বাড়িয়ে দিন। আ...মি...ন (ফেসবুক পেইজ- ওহী থেকে সংগৃহীত)

বিভি/এজেড

মন্তব্য করুন: