মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা বিশিষ্ট ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টার কিছুক্ষণ আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া গেছে বিকাল ৪টা ৫৮মিনিটে। আর ফায়ার সার্ভিসের ১ম ইউনিট পৌঁছায় ৫টা মিনিটে। পরে আরও ২টিসহ মোট ৩ ইউনিট কাজ শুরু করে। সর্বশেষ আরো ৪টি ইউনিট যোগ দিয়েছে। মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পরে সেখানে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে। মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিভি/এসএইচ/এজেড
মন্তব্য করুন: