সড়ক দুর্ঘটনায় নিহত আরিফ-অর্জুনের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর নিউ ইস্কাটনে সড়ক দুর্ঘটনায় নিহত গণসংহতি আন্দোলনের নেতা ইসলাম আরিফ ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিম অর্জুনের বন্ধু, সুহৃদ ও স্বজনদের আয়োজনে শোক ও স্মরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে ইঞ্জিনিয়ারিং ইনসটিটিউটের সেমিনার রুমে (২য় তলায়) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্মৃতি চারণ করেন সৌভিক করিম অর্জুনের মা রওনক করিম বন্যা এবং আরিফুল ইসলামের বাবা খয়রুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসিব উদ্দীন হোসেন, ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন, নাট্য ব্যক্তিত্ব বন্যা মির্জা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুন ইমরা মান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, লেখক শিল্পী অমল আকাশ, আরিফ অর্জুনের বন্ধু এম জে ফেরদৌস, মেহবুব, মুমু, মনিরুল ইসলাম রুবেলসহ বন্ধু ও স্বজনরা।
সভা সঞ্চালনা করেন জুলহাসনাইন বাবু ও বিথি ঘোষ। অনুষ্ঠানের শুরুতেই আরিফ ও অর্জুনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জুলহাসনাইন বাবু এবং নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করার ভেতর দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অর্জুনের লেখা ও কম্পোজিশনে অর্জুনের গাওয়া অপ্রকাশিত গান প্লে করা হয়। অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়ে শোনান আরিফ অর্জুনের বন্ধু শরিফ। এছাড়াও গান পরিবেশন করেন সমগীতের বন্ধুরা।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১ টায় নিউ ইস্কাটনে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হন এ দু'জন। ৮ নভেম্বর ২০২৩, বাদ জোহর ইস্কাটন গার্ডেন জামে মসজিদ সংলগ্ন সুইড স্কুল মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে উভয়ের দাফন সম্পন্ন হয়।
শোক ও স্মরণ অনুষ্ঠানে আরিফ ও অর্জুনের জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন বক্তারা। একই সাথে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় রাষ্ট্র ও সরকারের অবহেলা অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। সরড়কের অব্যবস্থাপনা প্রতিরোধে রাষ্ট্রর অবহেলার বিপরীতে সামাজিক প্রতিরোধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিভি/রিসি
মন্তব্য করুন: