• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী-মেয়রের বাসায় হামলা, সংসদ সদস্যের কার্যালয়ে আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২০:৪৫, ৩ আগস্ট ২০২৪

আপডেট: ২২:২৬, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী-মেয়রের বাসায় হামলা, সংসদ সদস্যের কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহিত

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা হয়েছে। শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় মহানগরীর চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়। এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন।

এর আগে বিকেল সাড়ে পাঁচটায়  মহানগরীর  লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলা হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া মহানগরীর নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি জানান,তাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মেয়র গলিতে ঢুকে মন্ত্রীর বাসায় হামলা করেন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরের আসবাব ভাঙচুর করা হয়।

অন্যদিকে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পিএস আবুল হাশেম জানান, আন্দোলনকারীরা সন্ধ্যায় মেয়র মহোদয়ের বাসায় লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করেছেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলাকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। হামলা চলাকালে মেয়র মহোদয় বাসায় ছিলেন এবং তিনি অক্ষত আছেন বলেও জানান তিনি। 

বিভি/এমআর

মন্তব্য করুন: