রাজধানীতে ইন্টারনেট ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আশকোনার নদ্দাপাড়া তালতলা নামক স্থানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯ টায় এমন নৃশংসতা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই কয়েকজন স্থানীয় 'শাহজাহান ডিলার' নামের ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ীকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
বিভি/টিটি




মন্তব্য করুন: