• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে এবার আমির খসরুসহ বিএনপির তিন নেতার বাড়িতে হামলা, আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২৩:২৫, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে এবার আমির খসরুসহ বিএনপির তিন নেতার বাড়িতে হামলা, আগুন

ছবি: আমির খসরুর বাসায় ভাঙচুর, আগুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাড়িতে হামলার এক ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে দায়ী করেছেন বিএনপি নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, শনিবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর বাদশা মিয়া রোডস্থ বাসভবনে হামলা চালায় এবং নিচে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়।

রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও পৌনে নয়টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিরুদ্ধে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2