নিজ এলাকায় চাঁদাবাজ রুখে দিতে মাঠে নেমেছেন বিএনপি নেতা জীবন
আদাবরের টোকিও স্কয়ারের সামনের ফুটপাতের দোকানীদের খোঁজ নেন মনোয়ার হাসান জীবন
নিজ এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আদাবর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মনোয়ার হাসান জীবন। দৈনিক বিভিন্ন কর্মসূচি পালন করছেন তিনি। এবং স্থানীয়দের কাছে নিজ উদ্যোগে পৌঁছে তাদের অভিযোগ দিতে আহ্বান জানাচ্ছেন।
সম্প্রতি এক স্থানীয় কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির নাম নিয়ে চাঁদাবাজি বা কোন রকমের অপকর্ম করলে সেনা ক্যাম্পে অভিযোগ দিতে এবং তাকে স্মরণ করতে। এছাড়াও আদাবর থানার ফুটপাত এবং সকল ধরনের ব্যবসায়ীদের নিকটে গিয়ে এই আশ্বাস দিচ্ছেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটার পর থেকে প্রতিদিনই স্থানীয়দের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বিএনপি নেতা মনোয়ার হাসান জীবন। আদাবর থানার অধীনে সকল ফুটপাত, ব্যবসায়ী, হকার এবং সর্বস্তরের মানুষের কাছেই যাচ্ছেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: