আশুলিয়ার সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় সব কারখানাতেই শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সকাল থেকে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা সকালে প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে বেরিয়ে যায়।
কারখানাগুলোর শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। অন্যদিকে, নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম এ্যাপারেলস বন্ধ থাকা কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা কারখানাটির সামনে জড়ো হয়েছেন।
এছাড়া, অরাজকতা ঠেকাতে বিভিন্ন কারখানার সামনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: