এবার ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে অব্যাহতি
আশিকুর রহমান (ফাইল ছবি)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট সাময়িক বরখাস্ত হন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।
এর আগে দুর্নীতি ও অনিয়মসহ কর্মকর্তা-কর্মচারীদের তুচ্ছ কারণে মারধর, রাষ্ট্রবিরোধী মামলা দায়ের, ফাইল আটকিয়ে ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে প্রধান প্রকৌশলীকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিক্ষুব্ধ প্রকৌশলী ও কর্মকর্তারা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: