• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে অব্যাহতি

প্রকাশিত: ১৮:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:২১, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এবার ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে অব্যাহতি

আশিকুর রহমান (ফাইল ছবি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট সাময়িক বরখাস্ত হন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।

এর আগে দুর্নীতি ও অনিয়মসহ কর্মকর্তা-কর্মচারীদের তুচ্ছ কারণে মারধর, রাষ্ট্রবিরোধী মামলা দায়ের, ফাইল আটকিয়ে ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে প্রধান প্রকৌশলীকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিক্ষুব্ধ প্রকৌশলী ও কর্মকর্তারা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: