আশুলিয়ার আরও কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
ছবি: সংগৃহিত
শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বেড়েছে বন্ধ কারখানার সংখ্যা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরো বেশ কিছু কারখানায়। শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ৫৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবেই প্রবেশ করেন শ্রমিকরা।
এ ব্যাপারে বন্ধ কারাখানার মালিকরা জানান, তাদের শ্রমিকদের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা কারখানা বন্ধ রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আজ নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
বিভি/এমআর
মন্তব্য করুন: