গাজীপুরে আজও চলছে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
ছবি: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ-বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবারও (১ অক্টোবর) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ-বিক্ষোভ করছে শ্রমিকরা। বিক্ষোভ হয়েছে আশুলিয়ায়ও।
শ্রমিকরা জানায়, গেলো কয়েকমাস ধরে বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলস কারখানার বন্ধ রাখা হয়েছে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ছাড়া কোন উপায় দেখছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ।
এদিকে, কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে সোমবার থেকে বিক্ষোভ করছে। সমাধান না হওয়ায় সকালে ফের কাজ বন্ধ করে বিক্ষোভে নামে শ্রমিকরা। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। এসময় মহাসড়কে তৈরি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে লাখ লাখ মানুষ।
বিভি/এমআর
মন্তব্য করুন: