থমথমে পরিস্থিতি খাগড়াছড়িতে, ১৪৪ ধারা বহাল

ছবি: সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলাবাহিনী
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় পুরে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বহাল রয়েছে ১৪৪ ধারা।
পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ১৪৪ ধারার কারণে বন্ধ রয়েছে দোকানপাট। সড়কে যানবাহনও তুলনামূলক কম। যাত্রী না থাকায় দূরপাল্লার পরিবহনগুলোও ছেড়ে যাচ্ছে না। দুর্বৃত্তদের তান্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ধংসযজ্ঞ।
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষক আবুল হাসনাত সোহেলকে গণপিটুনি দেয় পাহাড়ি শিক্ষার্থীরা। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঐ শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: