• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুলিতে হত্যার ২৬ ঘন্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত!

প্রকাশিত: ০৬:৫৭, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
গুলিতে হত্যার ২৬ ঘন্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত!

প্রতীকী ছবি

সীমান্তে গুলিতে নিহত এক বাংলাদেশির মরদেহ ২৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিতে নিহতের নাম কামাল হোসেন (৩৮)। বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত নয়টায় নিহত কামালের লাশ হস্তান্তর করে।

নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করতেন বলে জানান স্থানীয়রা।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানায়, সোমবার রাত ৭ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে কামালের মরদেহ তুলে নিয়ে যায়।

যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর থেকে পার্শ্ববর্তী সদর উপজেলার বিবির বাজার সীমান্তে লাশ হস্তান্তর করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে লাশ নিয়ে যাওয়ার ২৬ ঘন্টা পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

মঙ্গলবার রাত ৯টায় পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয় বলে জানায় তার বড় ভাই। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। লাশ হস্তান্তরের পর নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: